Thursday, August 21, 2025

আত্মজীবন - ০৩

এক ধরণের অস্থিরতা কাজ করতেছে কয়েকদিন ধরে। কি বিষয়ে সেটা নিয়ে আমার ধারণা নাই।  আমার সিক্সথ সেন্স খুব ভালো। ষষ্ঠ ইন্দ্রিয় যাকে বলে। আমার ধারণা অনেক ভালো। আমার আশেপাশের মানুষ কি মনে করে জানি না। আমার সিক্সথ সেন্স বলছে কিছু একটা আমার আশেপাশে ঘটছে যেটা আমার জন্য খুব ভালো খবর না। হয়তো আমি বুঝতে পারছি কি হচ্ছে, হয়তো পারছি না। বাট কি করার? 

আজকে আমার এক কলিগ বলছিলো, দিন শেষে বাসায় যাওয়ার পর কেউ একজন থাকা উচিত যাকে সব কিছু বলা যায়। আমি অনেকক্ষন চুপ করে থাকলাম। আমার বলার কেউ নাই। বলার কেউ নেই থেকে বড় কথা আমি বলতে চাই না। গত কয়েকবছরে আমার একটা ধারণা হয়েছে আমি কারো বিরক্তির কারণ হইতে চাই না। আর এই ভয়ের কারণে হয়তো কাউকে কোনো কিছু বলাও হয় না। কথা জমতে জমতে মানুষ নাকি বোবা হয়ে যায়? হয়ে তো গেছি মনে হয়।

ভাগ্যিস এই সাইটটা ছিলো, এখানে এসে মনের বকবক লিখি। কয়েকজন এখানে নিয়মিত আসে পড়ার জন্য। আমার খুব জানার ইচ্ছা হয় এই কয়েকজন কারা। আপনাদের কি খাইয়া দাইয়া কাজ নাই পাগলের বকবক পড়েন? তাও আবার প্রতিদিন? 

ইদানিং মিনারের "কেউ কথা রাখেনি" গানটা অনেক শোনা হয়। এত সুন্দর গান আমার এতোদিন শোনা হয় নাই। অনেক আগে একজনকে বলেছিলাম "গান আর ভিডিও গেমের কারণেই এতোদিন বেচে থাকতে পারছি" না থাকলে কি করতাম? গান, বই আর ভিডিও গেম এগুলা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। এতো বছরেও কেউ ছাইড়া যায় নাই। গানের সাথে মিলায় আবার মনে কইরেন না কেউ ছেড়ে গেছে দেখে খুব উদাস হয়ে আছি। এরকম কোনো কাহিনি না। গানটা সুন্দর সেজন্য। 

যাই হোক সামনে আরেকটা ডুব মারার সময় চলে আসছে। 

No comments:

Post a Comment

আত্মজীবন - ০৩

এক ধরণের অস্থিরতা কাজ করতেছে কয়েকদিন ধরে। কি বিষয়ে সেটা নিয়ে আমার ধারণা নাই।  আমার সিক্সথ সেন্স খুব ভালো। ষষ্ঠ ইন্দ্রিয় যাকে বলে। আমার ধারণা...